মোঃ ফজলে রাব্বী (ভোলা মনপুরা প্রতিনিধি)
আজ সোমবার সকাল ১০টায় মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুভসংঘের পক্ষ থেকে ইউএনও মহোদয়ের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও মহোদয় বসুন্ধরা শুভসংঘের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো ইতিবাচক প্রয়াসে পাশে থাকার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক মোঃ সামি।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা, দপ্তর সম্পাদক মিতু রানী দাস, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, ইভেন্ট সম্পাদক হাবিবা আক্তার জুঁই, প্রচার সম্পাদক নাসরিন বেগম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমিন, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাফরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিয়াম, কার্যকরী সদস্য মেঘলা আক্তার মিম, মোঃ রিফাত, ও রামকৃষ্ণ দাস প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের মানবকল্যাণমূলক একটি ব্যতিক্রমী উদ্যোগ হলো বসুন্ধরা শুভসংঘ। “শুভ কাজে, সবার পাশে” স্লোগানে পরিচালিত এ সংগঠনটি সারাদেশে শিক্ষার্থী, তরুণ, মানবপ্রেমী এবং স্বপ্নবান মানুষদের একত্রিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তা— এসব খাতে শুভসংঘের সদস্যরা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
সাক্ষাৎ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইউএনও মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।