ডেস্ক নিউজ
নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র-জনতার গণআন্দোলনের প্রেক্ষিতে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ খবরে সাধারণ মানুষের মাঝে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এনআইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় হলে একজন নাগরিক ঠিক কোন কোন নাগরিকসেবা থেকে বঞ্চিত হন?
বর্তমানে বাংলাদেশে অন্তত ২২টি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র অপরিহার্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—টিআইএন নম্বর গ্রহণ, ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়ন, শেয়ারবাজারে বিও হিসাব খোলা, ট্রেড লাইসেন্সের আবেদন, পাসপোর্ট ইস্যু ও রিনিউ, যানবাহন নিবন্ধন, চাকরির আবেদন ও বিভিন্ন বিমা পলিসিতে অংশগ্রহণ।
এছাড়াও, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভোটার হিসেবে নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগ, সরকারি ও বেসরকারি ভাতা উত্তোলন, বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ, টেলিফোন বা মোবাইল সিম ক্রয়, জমি বা ফ্ল্যাট কেনাবেচা, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, এমনকি ডিজিটাল নিরাপত্তা ও অপরাধ শনাক্তের ক্ষেত্রেও এনআইডি প্রয়োজন পড়ে।
যাদের এনআইডি সাময়িকভাবে স্থগিত থাকে, তারা এসব নাগরিক সুবিধা গ্রহণে সীমাবদ্ধতার মুখে পড়েন। তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বর্তমানে বিদেশে অবস্থান করায়, বাস্তবিকভাবে এই নিষেধাজ্ঞার প্রভাব তাদের ওপর খুব একটা পড়বে না—অন্তত এই মুহূর্তে নয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।