বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে ঘটেছে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। ছোট্ট অবুঝ শিশু, মাত্র আড়াই বছর বয়সের আল মাহমুদ—পিতা মো. রাসেলের আদরের ধন—চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত ১৯ এপ্রিল, শনিবার দুপুরে জীবনের নির্মম এক দুর্ঘটনায় পড়ে শিশু আল মাহমুদ। জানা যায়,
ধানভর্তি বস্তা ভ্যানে করে বাড়িতে আনা হচ্ছিল। পরিবার-পরিজনের সঙ্গে শিশুটি সেও ছিল সেই ভ্যানে। পথিমধ্যে হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে ভ্যানটি, ধানের বস্তার নিচে চাপা পড়ে যায় নিষ্পাপ শিশুটি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একদিন যুদ্ধ করে আজ ২০ এপ্রিল, রবিবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট আল মাহমুদ।
একটি প্রাণভরা হাসি, একটি মায়াভরা মুখ, একটি অকাল ঝরে যাওয়া ফুল—সবকিছু থেমে গেল চিরতরে। শিশুটির মৃত্যুর খবরে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের গভীর ছায়া। প্রতিবেশী, স্বজন, বন্ধুবান্ধব সবাই বাকরুদ্ধ, চোখে অশ্রু, মনে চাপা কান্না। স্থানীয়রা জানান, ‘এই দুর্ঘটনা কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। ছোট্ট আল মাহমুদের বিদায়ে যেন স্তব্ধ হয়ে গেছে বাতাসও।