মোঃ আবু সাইদ, হাটহাজারী, চট্টগ্রাম,(প্রতিনিধি) :
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড. শহীদুল্লাহ্ একাডেমীর অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটহাজারী উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।
রবিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত একটি পত্রে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, অ্যাডহক কমিটি গঠনের ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। তবে এই কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে পারবে না।
নতুন সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি চেষ্টা করব একটি স্বচ্ছ, কার্যকর ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে, যাতে শিক্ষার্থীরা আরও ভালোভাবে উপকৃত হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন,নতুন সভাপতির নেতৃত্বে আমরা আশা করি একাডেমীর প্রশাসনিক ও শিক্ষাগত মান আরও উন্নত হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।