সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
ভোলা জেলার লালমোহন উপজেলা পশু হাসপাতালে সাধারণ জনগণের নানা ভোগান্তির চিত্র চোখে পড়েছে। আমি নিজে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে সেখানে গিয়ে উপস্থিত হই। সেখানে দু’জন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হয়। জিজ্ঞেস করলে তারা জানান, সকালের শিফটে কর্মরত সবাই সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসে চলে গেছেন।
পরে ১১টা ৪৭ মিনিটে আরেকজনের সঙ্গে দেখা হলে জানতে চাই, তিনি এতক্ষণ কোথায় ছিলেন। উত্তরে তিনি জানান, চা খেতে গিয়েছিলেন। প্রশ্ন হলো, প্রায় দেড় ঘণ্টা ধরে একজন দায়িত্বশীল ব্যক্তি কীভাবে চায়ের অজুহাতে অনুপস্থিত থাকেন?
সেখানে উপস্থিত কয়েকজন খামারি ও সাধারণ মানুষ, যারা গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য, জানান—তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে কোনো চিকিৎসা পাচ্ছেন না। একজন কর্মকর্তা থাকলেও তিনি সময়মতো দায়িত্ব পালন করেন না এবং সেবা প্রদানে আন্তরিকতা নেই।
এছাড়া চিকিৎসা বাবদ অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মুরগির ভ্যাকসিনের জন্য ৩০ টাকা এবং হাঁসের ভ্যাকসিনের জন্য ৫০ টাকা করে নেওয়া হচ্ছে, যা সরকারি সেবার ক্ষেত্রে অগ্রহণযোগ্য নয়।
এই অনিয়ম ও দুর্নীতির কারণে পশুপালন খাতের ক্ষুদ্র খামারিরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।