মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
ভারতীয় ওয়াকফ আইন বাতিল এবং মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নওগাঁর সর্বস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি মিছিল বের করে তৌহিদী জনতা। মিছিলটি নওজোয়ান মাঠের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা ঘন্টাব্যপি বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি এবং জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর অন্যতম সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, গণ অধিকার পরিষদের নওগাঁর নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, আহলে হাদিস জামে মসজিদ নওগাঁর খতিব মুফতি আব্দুস সাত্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা, মুলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ড এবং দ্রুত ওয়াকফ আইন বাতিলের দাবি জানান। ভারতীয় ওয়াকফ আইন এবং মুসলিম হত্যা বন্ধ না করা হলে মার্চ ফর দিল্লি কর্মসূচি ঘোষণার হঁশিয়ারি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু দিন দিন আমাদের পাশেই আরেক ইসরাইল তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ভারত। ভারতে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। তাদের সম্পদ গুলো মোদি সরকার ওয়াকফ আইন করে দখলে নিয়ে নিচ্ছে। সেটি নিয়ে আমরা তেমন কোন কথা বলছি না। ভারতীয় এই ওয়াকফ আইন যেন দ্রুত বাতিল করা হয় সেই দাবি জানাচ্ছি।
জাতীয় নাগরিক পার্টি নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের বিরুদ্ধে লেখার জন্য বুয়েট শিক্ষার্থী আবরারকে শহিদ হতে হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ যারা রাজনীতি করবেন আপনারা যদি ভারতীয় দালালি না ছাড়তে পারেন আপনাদের কেও এই দেশের মানুষ মেনে নেবে না। ভারতীয় ওয়াকফ আইন বাতিল না করা হলে মার্চ ফর দিল্লি ঘোষণা করা হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি খন্দকার রেজাউর রহমান বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মত গুলি করে আমাদের ভাইদেরকে মারছে। সেদেশের মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তারা মুসলমানদের বাড়িঘর গুলোকে দখল করে নিচ্ছে। ভারত আন্তর্জাতিক কোনো আইন না মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে যাচ্ছে। আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
স্বাধীন সূর্যোদয় / আরাফাত