সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ও সকল পাহাড়ি সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের নিয়ে বাংলা নববর্ষ বরনের জন্য একটি আনন্দ শোভাযাত্রা’র র্যালি করা হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম কক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পান্তা-ইলিশ এর আয়োজন করা হয়।
এসময়, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নুরুল করিম, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদুজ্জামান অলি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এলাকার পাহাড়ি কার্বারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।