ডেস্ক নিউজ
বাংলাদেশ পুলিশের লোগো ও পোশাক পরিবর্তন: পালতোলা নৌকার স্থানে শাপলা ও পাটপাতা
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পোশাক ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে, আর এবার পরিবর্তন আসছে পুলিশের লোগোতেও। দীর্ঘদিন ধরে ব্যবহৃত পালতোলা নৌকার প্রতীকটি নতুন লোগোতে আর থাকছে না।
১০ এপ্রিল পুলিশ সদর দফতর থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের স্বাক্ষরে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, নতুন লোগোর প্রস্তাবনা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন লোগোতে থাকবে—পানির ওপরে ভেসে থাকা জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতার টব, যার মধ্যে ‘পুলিশ’ লেখা থাকবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ও ইউনিটগুলোকে পতাকা, সাইনবোর্ড, পোশাকসহ অন্যান্য উপকরণে নতুন লোগো অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরই এটি বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।