মোঃহাফিজুর রহমান(উপজেলা প্রতিনিধি মধুপুর)
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে টাঙ্গাইল মধুপুরে আজ সোমবার (৭এপ্রিল২০২৫ ) বিকাল ৪টায় মধুপুর আনারস চত্বর হতে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু করেন, এতে ছাত্র, ব্যবসায়ী, চিকিৎসক তৌহিদী জনতা এই ব্যানারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় চতুর দিক থেকে , শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন।
বিক্ষোভ মিছিলটি মধুপুর আনারস চত্বর হতে শুরু হয়ে মধুপুর পৌর মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে মধুপুর অডিটোরিয়ামে এসে শেষ হয়। পর একটি সংক্ষিপ্ত সমাবেশের করেন, সমাবেশে বক্তব্যে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও,ইসরায়েলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।
বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান— যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন।
ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বক্তব্য আরো বলেন নির্বিচারের শিশু হত্যা করেছে ইসরাইলি হানাদার বাহিনী। অনতিবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি করেন তারা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।