মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) সম্পুর্ন,অদ্য ২৭ মার্চ ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার, শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে উক্ত সংগঠন এর সভাপতি আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ইভেন্ট সুন্দর ভাবে সম্পুর্ন হয়,১০০শত ছেলে মেয়েদের ঈদের কাপড় দেওয়া হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উক্ত সংগঠন এর উপদেষ্টা- মীর এ সালাম, এবং উপদেষ্টা- ডাঃ মোঃ নাজেম আল কোরেশী রাফাত,এছাড়াও উপস্থিত ছিলেন-সংগঠন এর সহ সভাপতি শেখ রিপন আলী ওয়ারিশ,সাংগঠনিক সম্পাদক-জাহেদুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক-ইয়াসিন আহমেদ শরিফ,অমিত রায়,প্রচার সম্পাদক-মোঃ ছায়েদ আলী,সহ প্রচার সম্পাদক-শাওন দোষাদ,মাসুম আহমেদ,সহ দপ্তর সম্পাদক-রাজীব দে, ক্যাম্প বিষয়ক সম্পাদক-রমজান আলী,মিডিয়া সম্পাদক-মাহদি হাসান কদর, সদস্যবৃন্দ-হায়দার আলী,মোঃ তাওহিদ,রায়হান আহমেদ, আব্দুল হক,বিষু দোষাদ,প্রমুখ
উক্ত অনুষ্ঠানে শতাধিক হত দরিদ্র শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
#শ্রীমঙ্গল_রক্তদান_সমাজকল্যাণ_সংস্থা
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।