মোঃমাকসুদ আলম (লালমোহন প্রতিনিধি)
ভোলার লালমোহন উপজেলায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে চাষিরা ক্ষেত থেকে তরমুজ সংগ্রহ শুরু করেছেন। আরো অন্তত দেড় মাসের মতো সময় ধরে জমি থেকে তরমুজ সংগ্রহ করতে পারবেন তারা। লালমোহনের এসব তরমুজ জাহাজ এবং ট্রাকযোগে যাচ্ছে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে পাইকারী বাজারে এসব তরমুজের দাম প্রতি পিস ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে লালমোহন উপজেলায় ৭০০ হেক্টরের মতো জমিতে তরমুজের চাষ হয়েছে। যার মধ্যে উপজেলার বিভিন্ন বিচ্ছিন্ন চরের অন্তত সাড়ে ৫শ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। উপজেলার নবীর চর, চর রোজিনা, চর কচুয়াখালী, চর পিয়াল, চর সৈয়দাবাদসহ আরো কয়েকটি চরে বিগত বছরের ন্যায় এবারো তরমুজ চাষ হয়েছে। তবে এবার প্রথমবারের মতো লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চরভুতুমেও তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চাষিরা।
চরভুতুমের তরমুজ চাষি মো. মিজানুর রহমান জানান, বিগত কয়েক বছর বিভিন্ন চরে তরমুজের চাষ করেছি। তবে এই চরে এবার প্রথমবারের মতো ১৬শ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছি। এরইমধ্যে ক্ষেত থেকে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ বিক্রি করেছি। এখনো ক্ষেতে যে পরিমাণ তরমুজ রয়েছে সেগুলো আরো ২০ লাখ টাকায় বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন জানান, তরমুজ চাষ অত্যন্ত লাভজনক। যার ফলে এই উপজেলায় দিন দিন তরমুজ চাষি বাড়ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।