মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অদ্য-(২১মার্চ রোজ শুক্রবার ২০ রমজান) শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সংলগ্ন আমীনবাগ আবাসিক এলাকায় আল-আমীন মাদ্রাসা,বায়তুন নুর জামে মসজিদ এবং হযরত আলী জামে মসজিদ এই ৩ টি প্রতিষ্ঠানের কারিয়ানা, নুরানি,ও হাফিজী বিভাগের শতাধিক শিক্ষার্থী,শিক্ষক বৃন্দ এবং এলাকার মুসল্লিয়ানে কেরাম দের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়,উক্ত ইফতার মাহফিল সংগঠন এর সকল শুভাকাঙ্ক্ষী দের জন্য,এবং ফিলিস্তিনের মজলুম মুসলিম দের জন্য দোয়ার মাধ্যমে সুন্দর ও সফল ভাবে ইফতার মাহফিল সম্পুর্ন হয়,সংগঠন এর ২য় ইভেন্ট অসহায়দের কাপড় বিতরণ আগামি ২৬ মার্চ (২৫ রমজান) অনুষ্ঠিত হবে বলে জানান শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সভাপতি আব্দুল হক টিটু,সিনিয়র সহসভাপতি মঈনুল,সভাপতি আজহারুল অনিক,সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম,