মোঃ আবু তৈয়ব. হাটহাজারী, চট্টগ্রাম. ( প্রতিনিধি) :
প্রথমবারের মতো মা হয়েছিলেন নাদিয়া আক্তার নিশি। নতুন অতিথিকে নিয়ে পরিবারের আনন্দের কথা ছিল, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। সন্তান জন্মের জন্য তাকে মঙ্গলবার(১৮ মার্চ) হাটহাজারীর চৌধুরী হাটের পূর্বে ঝর্না নামের একজন দাত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে প্রসবের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর ফিরতে পারেননি।
নাদিয়ার পিতা মোহাম্মদ নাজিম উদ্দীন, বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ, নন্দীরহাটের পশ্চিমে সোনা মিয়া মেম্বারের বাড়ি। তার স্বামী মোহাম্মদ নজরুল একজন প্রবাসী যার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী মেডিকেল গেইটের পশ্চিমে ফার্ম গেইটের সামনে।
পরিবারের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা যথাসময়ে পেলে নাদিয়ার পরিস্থিতি ভিন্ন হতে পারত।
অন্যদিকে, দাত্রী ঝর্নার বক্তব্য, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে যাওয়ায় কিছু করার সুযোগ ছিল না।
একটি পরিবার যে আনন্দ উদযাপন করার কথা ছিল তা আজ গভীর শোকে পরিণত হয়েছে। নাদিয়ার প্রবাসী স্বামী স্ত্রীর সংবাদে ভেঙে পড়েছেন। নবজাতকটি এখনও জানে না তার মা কতটা ভালোবাসা নিয়ে তার জন্য অপেক্ষা করছিল।
নাদিয়ার স্বজনরা ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।