মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতু খাতুন উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের মেয়ে এবং উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রিতু খাতুনের বাবা-মা কেউ বেঁচে নেই। উল্লাপাড়ায় তার ফুফুর বাড়ি থেকে সে উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ালেখা করত।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, সোমবার সকালে রাজশাহী থেকে একটি মালবাহী ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি উল্লাপাড়ার চরঘাটিনা রেলগেটে পৌঁছালে রিতু খাতুন ট্রেনের সাথে ধাক্কা খেয়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।