মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযানে ২২ লক্ষাধিক টাকার সরকারী সম্পদ পুনরুদ্ধার।
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাইশ লক্ষাধিক টাকার সরকারী সম্পদ পুনরুদ্ধার করেছেন।
সোমবার (১৭ মার্চ) উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামে এবং পৌরসভার মেডিকেল গেইট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফর নাহার শারমিন এ অভিযানে নেতৃত্ব দেন।
এছাড়া একইদিন দুপুরের দিকে উপজেলার ইছাপুর বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মামলায় আবু তাহের কে দুই হাজার টাকা এবং জয়নাল আবেদীন নামের আরেক ব্যবসায়ীকে দুই হাজার টাকা সহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।