শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬ কেজি হরিণের মাংস উদ্বার করেছে যৌথবাহিনী
যৌথ অভিযান পরিচালনায় মোংলা থানার চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়মনি গ্রামের সাইলোর সংলগ্ন।
চিলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপি’র সদ্য সভাপতি মোঃ মোশারফ খানের বাড়ি থেকে ১টি হরিনের শিং, মাথা ও চামড়া, ১টি হরিণের শিং বিহীন মাথা, ৮ টি পা সহ ৬৬ কেজি হরিনের মাংস পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোন.ডিজেল মিশ্রত করে পুর্ব সুন্দরবনের.চাঁদপাই রেঞ্জ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।