1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে সরকারি প্রকল্পে দুর্নীতি অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর) কর্মসূচি প্রকল্পের আওতায় ইউনিয়নের নাম থাকলেও বরাদ্দের তালিকায় পৌর এলাকার নাম দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, নামে-বেনামেও উন্নয়নের বিভিন্ন খাত দেখিয়ে তালিকা তৈরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় তালিকা সূত্রে পাওয়া যায়,
২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ প্রকল্পের
১৩১ টি প্রকল্পে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন ভিত্তিক প্রকল্প গ্রহণের নিয়ম থাকলেও পৌর এলাকার একটি প্রতিষ্ঠান ও বে-নামী প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়। তালিকায় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর প্রকল্পে উল্লেখ করা হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের জন্য ক্রয় সামগ্রী বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ ধরা হয়। কিন্তু সুনির্দিষ্টভাবে কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ঈশ্বরগঞ্জের ইউনিয়ন দেখিয়ে পৌর এলাকায় অবস্থিত একটি জামে মসজিদের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়।

এ প্রসঙ্গে ময়মনসিংহ জেলার ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সুনির্দিষ্ট ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার কোন উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার উন্নয়নমূলক কোন খাতে ব্যয়ের সুযোগ নেই। আরো বিস্তারিত জানতে চাইলে কাল অফিসে আসেন।’

সরকারি এসব অনিয়মের বিষয়টি সামনে আসলে উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, সরকারি প্রকল্পে নয়ছয় করে আর্থিক অনিয়মের পথ তৈরি করা হয়েছে। অনিয়মের সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ। যেন ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সঙ্গে কোন কর্মকর্তা জড়াতে না পারে।

শুধু অনিয়মেরই অভিযোগ নয়, ইউএনওর বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা, অশোভন আচরণসহ বিভিন্ন ধরনের অভিযোগও
রয়েছে। ইউএনওর স্বেচ্ছাচারী আচরণে ক্ষুব্ধ হয়ে গত ফেব্রুয়ারির ৫ তারিখ আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জের সমন্বয়কেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট