মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পযার্য়ে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের চমক।
৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পৌরসভার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল পাঁচটি পুরস্কার জিতে চমক সৃষ্টি করেছে। বর্শা নিক্ষেপে ১ম পুরস্কার জিতেছে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সেতু রানী নাথ, স্কিপিং এ ২য় স্থান অর্জন করেছে ৯ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া মির্জা আলিফা, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈম,৩য় স্থান অর্জন করেছে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ রাহাত, বর্শা নিক্ষেপে ৩য় স্থান অর্জন করেছে ৯ম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া খানম।
একই বিদ্যালয় হতে ৫টি পুরস্কার জয় করে মীর নোয়াবুল হক মেমোরিয়াল যেমন চমক সৃষ্টি করেছে নিজেদের সুদৃঢ় অবস্থা জানান দিয়েছে।