মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার শাখার স্থগিত ঘোষণা করেছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেরিফাই ফেসবুক পেজে এই পোস্টটি করে।
পোস্টে লেখা রয়েছে সিরাজগঞ্জ জেলা নব ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায় কমিটিকে স্থগিত ঘোষণা করা হয়। ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেল বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যমুনার এসে তো পশ্চিমে ব্লক কর্মসূচি পালন করে। গত ৮ ই ফেব্রুয়ারি নতুন কমিটি ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। 9 ফেব্রুয়ারি ৯ মিনিটর জন্য ব্লক কর্মসূচি পালন করার পর 6 ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয় দেওয়ার পরে কোন কার্যকর না হলে ১০ তারিখে বিকাল চারটার দিকে রাত আটটা পর্যন্ত পালন করে।
পরে ইউ নো সেনাবাহিনী অফিসার যমুনা পশ্চিম সিতু থানার ইনচার্জ অফিসার এসে সম্মায়কদের কথা বলে ব্লক ছেড়ে দেওয়া হয়। পরে উপরে কথা বলে একটি আলোচনা আয়োজন করে বলে কিছু ক্ষণ সময় বিরতি দিলে রাত সারে আটটার দিকে কেন্দ্রীয় কমিটির থেকে স্থিগত ঘোষণা করে না বরং নতুন কমিটি করা হবে বলে জানান তাঁরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।