আশরাফুল ইসলাম(ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০), সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে লিটন মিয়া (২৫) ও জামাল মিয়া (৩৬)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ৪জন ও মাদক মামলায় ২জন মোট ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।