দ্বারেতে বাগদেবী
-বিশ্বজিৎ কুমার দাস
আসছে পূজা, হাসছে ধরা, দ্বারেতে বাগদেবী,
মাতৃরূপেন ভারতী মা, আঁধার নিও টুটি।
ঢাকীর ঢাক, বাজবে তালে, নাজবে সকল খেসী, ঠাকুর কর্তা মধুর কন্ঠে বলবেন নানান স্ত্ততি।
পাড়া-পড়শি আসবে সবে আরো সঙ্গী সাথি,
স্বজনরা সব এসে এবার ভরবে মোদের বাড়ি।
পূজা অর্চনায় তুলশি পাতা, বেল্বপত্র, নানান ফুলের পাপড়ি,
ধান-দূর্বা-জল, তিল-হরতকি-ফল আরো শুদ্ধ দধী।
ঘূত -মধু- চন্দন, ঘট-সড়া- কুশাষন, ডাব লাগে একটি, মাকে ডাকবো জপস্বরে, ওগো বিদ্যাং দেহী।
বিদ্যাদেবি সরস্বতী বিশালাক্ষী তুমি
করজোড়ে করি সবে তোমার গুন-গীতি।
কন্ঠে এসে ভর করো মা, জ্বালাও জ্ঞানের দ্যুতি,আমি অধম, তুমি উত্তম, বিশ্বজয়ে মসী।
শ্বেত বসন, হংস আসন, হস্তে বীণাপানি,
গোলোক ছেড়ে এসে ধরায় ফোটাও মুখে হাসি।
অপাংক্তেয় আমি মাগো পায়ে দিয়ো ঠাঁই,
তোমার সন্তান হয় যেনো বড়ো, মোর মিনতি তাই।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।