মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারি২০২৫ ) বিকেলে মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি ইউনিয়নের ভট্টবাড়ী এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে ফসলি জমিতে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন ২০২৩) অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।