আশরাফুল ইসলাম(ঈশ্বরগঞ্জ প্রতিনিধি)
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ এরশাদুল আহমেদ সভাপতিত্ব করেন অএ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আশরাফুস সুলতান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং মাইজবাগ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ মিয়া এছাড়াও এলাকার স্হানীয় গন্যমান্য অতিথিগণ উপস্থিত ছিলেন উক্ত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায়।
সকাল ১১ টায় ছাএরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে মহাগ্রন্থ পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত ও জাতীয় সংগীত পাঠ করে পতাকা উটিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি শিক্ষার্থী দেরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা ও উৎসাহ প্রধান করেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অএ বিদ্যালয় শিক্ষকগণ সহ স্হানীয় অতিথি গন পুরস্কার বিতরণ করেন।
এ সময় স্হানীয় অতিথিগণ মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন।