মো: সাব্বির হোসেন রুপক (স্টাফ রিপোর্টার)
আজ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ হোস্টেলে মিলা নামক এক শিক্ষার্থী আ-ত্ম-হ-ত্যা করেন। দুপুর ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এতে মো. আবু নাহিয়ান অর্পন নামে এক যুবকে অভিযুক্ত করা হয়। তিনি নিজেকে মিলার স্বামী দাবি করেন।
তিনি বলেন, গতকাল (শনিবার) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে বিয়ের তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে । স্বামী দাবি করা নাহিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোদাচ্ছের বিল্লাহ্ বলেন, মিলা আমার কলেজের একজন মেধাবী ছাত্রী। ও কেনো এ ধরনের কাজ করেছে , বুঝতে পারছি না। এ ঘটনায় পুলিশসহ গোয়েন্দা সংস্থা কাজ করছেন, আশা করি তদন্তে সব বের হয়ে আসবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।