নাজমুল ইসলাম ( মির্জাপুর উপজেলা প্রতিনিধি)
মির্জাপুরের বাঁশ তৈল ইউনিয়ন তক্তার চালা ঐতিহ্যবাহী হাট হতে অটো চুরি করা হয়েছিল ১৮/০১/২০২৫ ইং রোজ শনিবার অটো গাড়ি নিয়ে হাটে আসে উক্ত ইউনিয়নের সোনালীয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউনুস আলী (৪৫)
অটো গাড়িটি হাটের একটি জায়গায় রেখে বাজার করার জন্য হাটে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরই ফিরে এসে দেখে তার অটো গাড়িটি সেখানে নেই |তারপর তিনি বিষয়টি সকলকে জানান এবং পার্শ্ববর্তী এলাকা সহ সমস্ত জায়গায় প্রচার করা হয় | চুরি হওয়া অটো টি সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখা চালা গ্রাম হতে চোরটিকে অটো সহ আটক করে এলাকাবাসী | এরপর পাশের এলাকায় অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় |
তারপর ইউনিয়ন পরিষদের চৌকিদার ডেকে এনে জনসমক্ষে সম্মুখে পরিচয় জিজ্ঞেস করা হয় চোরটি জানান তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার, বারো ডোবা এলাকায়, নাম সাদিকুল (২৫), এরপর তার সাথে এলাকার কেউ জড়িত আছে কিনা জিজ্ঞেস করা হয় তিনি জানান তক্তার চালার সামীম নামের একজন লোকের কথা কিন্তু তার কোন সন্ধান এবং মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি, ইউনুস মিয়া একজন গরিব মানুষ অটো পাওয়ার কারণে তিনি চোরটিকে ক্ষমা করে দেন, এরপর এলাকাবাসী এবং চৌকিদার একটি কাগজে তার বনসই নিয়ে তাকে দেয় ছেড়ে দেয় |