1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অসুবিধা সৃষ্টি করছে। বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্নাবান্না প্রায় অচল হয়ে পড়েছে। অনেকে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন বা বাইরের খাবারের ওপর নির্ভর করছেন। এতে করে বাড়ছে তাদের খরচ ও ভোগান্তি।

যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা সীমা রাজবংশী জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই গ্যাসের সমস্যা চলছে। আগে মাঝরাতে কিছুটা গ্যাস পাওয়া গেলেও এখন তা একেবারেই বন্ধ। ফলে সিলিন্ডার গ্যাস মজুত রাখতে হচ্ছে।

কল্যাণপুরের বাসিন্দা এবং বেসরকারি চাকরিজীবী রহিম বলেন, গ্যাস না থাকায় প্রায়ই হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে। একই চিত্র খিলগাঁও এলাকায়ও দেখা গেছে। গৃহকর্মী ফাতেমা বেগম জানান, ভোর রাতেই রান্নার কাজ শেষ করতে হয়। সারা দিন গ্যাস না থাকায় কোনোদিন রান্না সম্ভব না হলে বাইরের খাবার কিনতে হয়, যা তার সংসারে বাড়তি চাপ তৈরি করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শীতকালে গ্যাসের চাপ কমে যায় এবং সম্প্রতি এলএনজি টার্মিনালের মেরামত কাজের কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, গ্যাস উৎপাদন বাড়ানো না হলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট