সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে, তোষামোদ পরিহার করতে হবে এবং অপরাধী যেই হোক না কেন, কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি উল্লেখ করেন, আইন ভঙ্গকারী যদি তার নিজের ঘনিষ্ঠ আত্মীয়ও হয়, তবুও ছাড় দেওয়া হবে না।
রবিবার (১২ জানুয়ারি), মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরনী সংসদ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। ঢাকা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে ও উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি সেলো মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতের উন্নয়নে এ ধরনের সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।