সেই প্রেম আমার হোক
মোঃ:মিলন হক
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার হৃদয় প্রশান্তির জায়গা।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার হরিণীর আঁখির মতো,
আঁখি দুটি গোপন প্রেমের অজস্র কথা বলে।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার আঁখি দুটি আমাকে
দেখে;খুশিতে অশ্রু সিক্ত নয়নে আলিঙ্গন করে।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার বুকে লুকিয়ে থাকবে, আমার সমস্ত সুখের পৃথিবী।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকা তার অস্তিত্বের উর্ধ্বে
আমাকে প্রাধান্য দিবে।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার সমস্ত ধ্যান জ্ঞান
আমাকে তার মাঝে আবদ্ধ করে।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের বিশ্বাসের জোয়ারে,
সন্দেহের তিলার্ধ থাকবে না……
সেই প্রেম আমার হোক
যে প্রেমের অমর কাব্য গাঁথা স্বর্ণাক্ষরে
লিপিবদ্ধ হয়ে, থাকবে ইতিহাসের পাতায়।
লায়লী,মজনু,শ্রী,ফরহাদের প্রেমের মতো।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার অমর কথা রবীন্দ্রনাথ,
শরৎচন্দ্র,বিভূতি ভূষণ,বঙ্কিমচন্দ্র,মানিক বন্দোপাধ্যায়,জীবনানন্দ দাশ বলে গেছে।
সেই প্রেম আমার হোক
যে প্রেমের প্রেমিকার এক কাপ চায়ে ফুঁয়ের বাষ্পীয় পানি যেনো হয়; আমার বেঁচে থাকা হাজার বছরের হয় সুখ।