মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে ভিক্টোরিয়া কোয়ার্টারে ছাত্র সমন্বয়করা দেয়াল লিখনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে হামলা করে। এ সময় গুরুতর আহত হন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাফিন আহম্মেদ জিসান।
সোমবার (৩০ডিসেম্বর-২০২৪ খ্রিঃ) রাত সাড়ে দশটা দিকে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাইস্কুল মোড়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা শাফিন আহম্মেদ জিসান গুরুতর ভাবে আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায় ।
এ খবর পাওয়ার সাথে সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্যরা আহত ছাত্রদল নেতা শাফিন আহম্মেদ জিসানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে দেখতে যান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।