মোঃএমরান (ঢাকা স্টাফ রিপোর্টার): থার্টি ফাস্ট নাইট উদযাপন নিয়ে ভোলায় সচেতনতামুলক কর্মসূচি আয়োজন করলো যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফাস্ট নাইটে আতশবাজি ও পটকা ফুটিয়ে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর শব্দ দূষন ও বায়ুদূষণ করা থেকে বিরত থাকতে সকলকে আহবান জানিয়ে ভোলায় সচেতনতামুলক বিভিন্ন কর্মসূচি পালন করে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।
এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা ভোলার বিভিন্ন স্থানে সচেতনতামুলক বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নিয়ে দাড়িয়ে জনসাধারণকে সচেতন করেন।
থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর পটকা, বাজি ও ফানুস ওড়ানো বিধিবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলকে আহবান জানান ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিম।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন বলেন, থার্টি ফার্স্ট নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর পটকা, বাজি ও ফানুস ওড়ানো থেকে সকলকে বিরত থাকার আহবান জানানোর জন্য আমরা এই সচেতনতামুলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্য মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, মোঃএমরান খান মোঃ মমিন হোসেন, সুমাইয়া ইসলাম, ইসরাত জাহান নুহা, মেহেদী হাসান সাব্বির, সাফা ইসলাম, তাসমিয়া, চাদ, মোঃ নাইমুর রহমান সহ অন্যান্যরা।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, ফার্স্ট নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে। এটি শব্দদূষণ ও বায়ুদূষণে ভিন্ন মাত্রা যোগ করে। এর আগে এক থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদ্রোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয় বলে খবর প্রকাশিত হয়েছে। এই জন্য আমরা ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিম এবার উদ্যোগ নিয়েছি সকলকে সচেতন করার জন্য।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।