কালো মানুষ
মোঃ মিলন হক
কালো হয়ে জন্মানো তে কোন পাপ নেই !
বিধাতা মানুষকে উত্তম রূপে করেছে সৃষ্টি ।
মানুষের অন্তরের মাঝে যে, সাদা-কালোর ধ্বজা! সেটাই মানুষের মধ্যে সৃষ্টি করে ভেদাভেদ ।
পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিয়েছি ;
এর চেয়ে বড় পরিচয় কিছুই নাই ।
সাদা দেখায় রাজপথে রূপের দেমাক,
কালোয় খায় মাইর !
ভাই সাদা, কালো বলে যাকে পীঠে,
পেটে মারিস কিল, ঘুসি, লাথি।
সেও তোর কোন এক মায়ের ছেলে!
এই পৃথিবীতে জন্ম নেওয়ার সময়
কোথায় ছিল ?তোর এত অহংকার।
জন্ম নিয়েছিস উলঙ্গ হয়ে;
দেখাইস আবার রূপের বড়াই।
কালো বলে অবহেলা করতে গিয়ে,
ভুলে গেছিস মনুষ্যত্বের দায়!
দুই দিনের জন্য সাদা চামড়ার পেয়ে,
গৌরব দেখিয়ে রাজপথে লক্ষ মানুষকে
করিস দমন।এ কি তোর নিপীড়ন!
যৌবনে তোর সাদা চামড়ার গরম।
বৃদ্ধে তোর শরীরে ঝুলে থাকা শীর্ণ
চামড়া দেখে লাগে ভীষণ শরম!
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।