প্রেমিকার জন্মদিন
মোঃ মিলন হক
এই মধুময় দিন তোমার স্মৃতিতে অবিচল।
তোমার জন্মদিনে হেমন্তের আকাশে- বাতাসে
নতুন এক অপরূপ সাজ।
ঋতুদের মাঝে তোমাকে নিয়ে হেমন্ত গর্ব করে।
তোমার মাঝের সর্বগুন্বান্বিত গুণের...
আজকের এই দিনে সকালে শিশির ভেজা ডায়মন্ডের মতো দুর্বাঘাস গুলো তোমাকে,কাছে পাওয়ার জন্য বাড়তি সৌন্দর্যের অপেক্ষায়।
গন্ধরাজ, শিউলি, কামিনী, ছাতিম ,হিমঝুরি,
দেব কাঞ্চন, রাজ অশোক, বকফুলসহ
তোমাকে নতুন রূপে সাজানোর অপেক্ষায়।
সময় করে একবার ঘুরে আসিও তাদের মাঝে।
তুমি গোধূলি বেলার শেষ সময়ের মতো মিশে আছ আমার জীবনে সর্বক্ষণে।
এই গোধূলির বেলার অন্ধকার পথ টুকু পারি দিতে আমি হাজার বছর রাজি!
তোমার পূর্ণিমার মতো মায়া ভরা মুখখানি
দেখার লাগি। আমি এক ভীষণ তৃষ্ণার্ত কাক!
জানি কোন একদিন অন্ধকারের দূরত্ব ঘুচে আমাদের মাঝে থাকবে না কোন আড়ি।
আমি হতেও পারি তোমার....
আমাদের মাঝে এই বন্ধন টুকু অটুট থাক চিরকাল।
উদ্দেশ্যে হীন ভাবে যেন আবার গহীন অরণ্যের অন্ধকার প্রাচীরে বাঁধা পড়ে হারিয়ে না যায়।
যেন কোন এক কুয়াশাচ্ছন্ন ভোরে আমাদের দেখা হয় আমি সেই প্রতীক্ষায়!
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।