মোঃ মিলন হক
আশারা গোধূলির রবির পশ্চিমা
গগনে ,সন্ধ্যার বাতাসে মিশে রয়!
আশারা আমার অমাবস্যার চাঁদ ,
সর্বদা আঁধারে ঢেকে রয়!
আশারার হৃদয় পর্দার মতো মসৃণ।
আশারা জলীয়বাষ্প পূর্ণ কালো,
মেঘের ছায়ায় মিশে রয়!
আশারা অন্ধকার ভালোবাসে ,
আলো পেলে অদৃশ্য হয়ে রয়।
ঊষার আলোকে ও অদৃশ্য হয়ে রয়।
আশারার অপেক্ষায় জ্বলে বাতি সারা রাতি।
আশারার অপেক্ষায় মনের সকল রকম,
অস্বস্তি আত্মগোপনে থাকে।
আশারা আলোতে ভয় পেয়ে হরিণীর
মতো,বড় বড় পা ফেলে আড়ালে লুকায়।
আশারা বাতাসের মতো স্পর্শ প্রবণ ,
আশারা কলরব পছন্দ করে না।
আশারা রাতের নিশুতিতে ঢাকা!
আশারা ময়ূরের পেখমের লুকিয়ে থাকে;
আশারার চলার পথ ঊষার বাতাস
কাঁপাই! সমুদ্রের জোয়ার ফোলায়।
আশারা তার সম্পর্কে বহু দূর ভাবায় ;
আশারা ভাবনায় সূদুর-প্রসারিত।
আশারা সত্যের মতো গোপন,
আশারা অন্ধকারে যেনো সুস্মিতা।
আশারা বুঝি জলের উষ্ণতায়,শীতের
প্রভাতী হাওয়ার মতো দেখতে মিষ্টি !
আশারা শ্যামাঙ্গীর ক্ষীণ চন্দ্র তরুণী।
আশারা শান্ত তৃপ্ত স্বচ্ছ অবাধ জলরাশির
মতো ,হৃদয়ে উদ্দেল দেয় নিরবধি।
আশারার সঙ্কুচিত বুকখানা পূর্ণতা পায়!
আশারা নদীর জল আর আকাশের
কোলে,মিশে একাকার হয়ে গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।