1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জ দুই আসনে সাবেক এমপি হেনরি ও তার স্বামী শামীম একাউন্টে ২৩০০ কোটি টাকা লেনদেন।

মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের ব্যাংক হিসাবে ২ হাজার ৩০০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনসহ অস্বাভাবিক লেনদেনের এ তথ্য পাওয়া যায়।

গতকাল সোমবার(২৩ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে দুদক হেনরির ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার সত্যতা পেয়েছে। এ ছাড়া তার ৩৫টি ব্যাংক হিসাবে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন।

গত পাঁচ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আত্ম গোপনে থাকার পর ৩০ ই আগস্ট ভোলা জেলা থেকে গ্রেপ্তার হয় দুই জন । বর্তমানে তারা জেল হেফাজতে আছে ।

জান্নাত আরা হেনরির স্বামী মো. শামীম তালুকদার ওরফে লাবুর অসংগতিপূর্ণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট