মোঃ মাকসুদ আলম (লালমোহন প্রতিনিধি) : ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জ হাই স্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোদন করা হলো রিহা এন্ড তাহা নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্ট। লর্ডহার্ডঞ্জ ক্রিড়া পরিষদের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ি জনাব ফরহাদ হোসেন নূর নবী এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্ট আয়োজন করা হয়। উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ক্রিড়া পরিষদের সদস্য সচিব জনাব নোমান পাটোয়ারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডগার্ডঞ্জ ইউনিয়নের বি এন পি এর সিনিয়র নেতা জনাব ইব্রাহিম মিয়া ও আলী হোসেন ডিলার,যুবদলের নেতা মোঃকমরুল পাটোয়ারী ও মোঃমাকসুদ খন,আরও লর্ডহার্ডিঞ্জ ক্রিড়া পরিষদের প্রধান উপদেষ্টা রহমতুল্লাহ শাহিন,লর্ডহার্ডিঞ্জ ক্রিড়া পরিষদের সভাপতি হেমায়েত হাওলাদার,সাধারণত সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।