সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বড়দিন উদযাপন উপলক্ষে রাজধানীতে পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়দিনের উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারা অনুযায়ী, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজধানীজুড়ে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে।
বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপি নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।