মোঃ আরাফাত আলী(নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২শে ডিসেম্বর) বিকেলে উপজেলার শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদগ্যে ভবানীপুর বাজার ধানপট্টি চত্বরে মোঃ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে আলোচনা সভা ও জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নওগাঁ -৬ উপনির্বাচনে দল বিএনপির ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা আধুনিক বাংলাদেশ বিনির্মানের রুপরেখা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ৩১দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।সেই সাথে ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি নির্দেশনা মেনে দল বিএনপির নেতা কর্মী দের অহিংস ভাবে জনগণের প্রয়োজনে দেশের কল্যানে নিজেদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় বিএনপি এই নেতা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তসলিম উদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, আবুবকর, কামরুল হাসান সাগর সাংগঠনিক সম্পাদক, আব্দুল জলিল চকলেট, খোরশেদ আলম, পারভেজ ইকবাল, খোরশেদ আলমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষে সন্ধায় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন বিএনপি এই নেতা।