মোঃ লিমন আলী (জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ) সিরাজগঞ্জ শাখা উদ্দেগে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প। চোখের যেকোনো সমস্যা বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখা।
আজ( ১১ই ডিসেম্বর) বুধবার সকাল নয়টা থেকে বিকেল তিন টা পর্যন্ত বিনামূল্যে ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা দিয়েছেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই বিনা মূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছিল।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে চিকিৎসা ব্যাবস্থাপনায় ছিল অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বি এন এস পি চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ। প্রথমে চোখে পরিক্ষা করার পর চোখ সমস্যা সমাধান এবং ওষুধ ও চশমা বিতরণ করা হয় রুগিদের মাঝে ।
এই সময়ে চোখের সমস্যার সমাধান পেয়ে রুগিরা বলেন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি তারা আরো বলেন আমরা দিন আনি দিন খাই চিকিৎসা করার সামর্থ্য আমাদের নেই। তাই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাই।
এই সময়ে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখার সকল স্বেচ্ছাসেবক এবং উর্ধ্বতন কর্মকর্তারা। স্বেচ্ছাসেবকরা বলে বিনা মূল্যে চিকিৎসা দিতে পেরে আমরা আনন্দিত। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিরাজগঞ্জ জেলা শাখার উর্ধ্বতন কর্মকর্তারা জানান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি একটি স্বেচ্ছাসেবক সংগঠন যা দেশে ৪০ জেলায় বিনামূল্যে সকল ধরনের সেবা দিয়ে থাকে। যাঁরা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য চিকিৎসা ব্যাবস্থা করছি। গত কয়েকদিন আগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আমরা এই ভাবে দেশের অসহায় মানুষের পাশে থাকবো ।