1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ড. ইউনূস ভিসা সেন্টার ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা কাছাকাছি অন্য কোনো দেশে স্থানান্তর করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশের রাষ্ট্রদূত, যাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বৈঠকে অংশ নেন।

ড. ইউনূস বলেন, “ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান কঠোর করায় অনেক শিক্ষার্থী ইউরোপীয় ভিসার জন্য দিল্লি যেতে পারছেন না। এতে তাদের উচ্চশিক্ষা ব্যাহত হচ্ছে। যদি ভিসা সেন্টার ঢাকায় বা কাছাকাছি অন্য কোনো দেশে স্থানান্তর করা হয়, তাহলে উভয় পক্ষই লাভবান হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন, বুলগেরিয়া ইতোমধ্যে তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে এবং অন্যান্য দেশগুলোকে একই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই সময়ে আপনাদের সঙ্গে এমন একটি ফলপ্রসূ আলোচনা করতে পেরে আমি আনন্দিত।” তিনি গত কয়েক বছরের মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক দুর্নীতি এবং ব্যাংকিং খাতে সৃষ্ট সমস্যাগুলোর কথা উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং নির্বাচন প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরেন ড. ইউনূস। ইইউ প্রতিনিধিরা তার উদ্যোগকে পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট