এডি পিনব(নিউজ ডেস্ক): মৌলভীবাজারের মোস্তফাপুরে অগ্নিকান্ডের দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, নিহতদের পরিচয় মেহেরুনেছা (৫৭) এবং ফুলেছা বেগম (৫৩) মেহেরুনেছা স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের মাতা বলে জানা গেছে। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের বয়ান হতে জানা যায় যে স্থানীয় বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুন লেগেছে এমন খবর পেয়ে তারা বাড়িতে এসে দরজা বন্ধ দেখে, দরজা ভেঙে দুজন মহিলাকে পেয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি গতকাল শনিবার রাত আনুমানিক ১০ টার দিখে হয়েছে বলে জানা গেছে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরো জানান যে বাড়িটি একটি ডুপ্লেক্স বাড়ি ছিলো এবং আগুনের সূত্রপাত হয় বাড়ির বৈঠক খানা হতে।