ডেস্ক নিউজ: শুক্রবার (৬-ডিসেম্বর) বিকেল ৩টায় ইউনাইটেড এসোসিয়েট কর্তৃক সাইন বাংলাদেশ অডিটোরিয়াম হলে DXN বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রোগ্রামের দায়িত্বে ছিলেন DXN বিজনেস গ্রুপের স্পিকার নাজাত হোসেন (এস ডি),রিয়াজুল হাওলাদার (ই এস ডি),স্পেশাল গেস্ট হাছান হায়দার (সি ডি), মোঃ রাকিবুল ইসলাম রাসেল, উপস্থিত ছিলেন।
জানাজায়,চাকরি বা যে কোন কাজের পাশাপাশি অবসর সময় কে কাজে লাগিয়ে একজন সেরা সফল ব্যবসায়ী হওয়ার প্লাটফর্ম DXN বিজনেস বিশ্বের প্রায় ২ শত দেশে ১৫ হাজারের অধিক অফিস প্রায় ১৮ অধিক মিলিয়ন+ মানুষ এই ব্যবসার সাথে জড়িত। বিশ্বের ৮টি দেশে নিজস্ব ফ্যক্টোরী রয়েছে তার মধ্যে বাংলাদেশের গাজীপুরে রয়েছে।DXN
মূলত ডাইরেক্ট সেলিং কোম্পানি, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অর্গানিক লাল মাশরুম দিয়ে তৈরী স্যাবলিমেন্টারী ঔষধিগুন সম্পন্ন প্রোডাক্ট। যার যাত্রাপথ মালয়েশিয়া থেকে ১৯৯৩সালে কোম্পানির প্রতিষ্ঠাতা দাতুক ডাক্তার লিং সিও জিন।বাংলাদেশে ২৩ বছর ধরে বিজনেস চলমান।বর্তমান প্রোডাক্ট সংখ্যা ৩৫টি আপনিও চাইলে এ কোম্পানির কফি,সাবান, টুথপেষ্ট শ্যাম্পু সহ মাশরুমের পন্ন্য ব্যবহার ও সেল করে আন্তর্জাতিক সফল ব্যবসায়ী হতে পারেন এমনটাই বলছেন DXN সফল ব্যবাসায়ীরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।