চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলা সহ বিভিন্ন মামলার ০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-দর্শনা পৌর এলাকার পরাণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুলাহ ওরফে টুইজ (২৩), জয়নালের ছেলে ফিরোজ (১৯), গোলাম মিয়ার ছেলে সাইদুর রহমান ওরফে সাঈদ (২৪), মৃত আবু বক্করের ছেলে সেলিম হোসেন (৪১), আকন্দবাড়িয়া গ্রামের আক্তারুলের ছেলে ইন্তাদুল (৩৬), মৃত আব্দুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান জনি (৩৭) ও শান্তিপাড়ার পর্বতের ছেলে মোহন (২৬)। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানায় কর্মরত অফিসার ও ফোর্স দর্শনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় এই ০৭ জনকে গ্রেফতার করেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।