এডি পিনব (নিউজ ডেস্ক):-বাংলাদেশের ভেতর ভারতীয় সব ধরনের বাংলা টিভি স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার বন্ধের রিটের শুনানি আগামী বুধবার। এর আগে গত ০২ ডিসেম্বর ভারতীয় রিভি চ্যানেল বন্ধের জন্য আইনজীবী শাহিন আরা সুপ্রীম কোর্টে রিট করেন। উক্ত রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কিং পরিচালনা আইনের ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।আইনজীবী একলাছ ভূঁইয়া বলেন ভারতীয় চ্যানেল গুলো থেকে অনেক উসকানি মূলক সংবাদ প্রেরণ করা হচ্ছে এবং তাদের বিভিন্ন কৃষ্টি এদেশে মানা হচ্ছে তাই ভারতীয় চ্যানেল গুলো বন্ধের দাবি জানানো হচ্ছে।