মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি) শ্রীমঙ্গল দক্ষিণ মুসলিমবাগ এলাকায়
ইয়াবা ও অস্ত্রসহ ২ যুবক আটক, এলাকার যুবকরা জানান আমরা এলাকায় নাইট ডিউটিরত ছিলাম ২জনকে সন্দেহ করে তল্লাশী করিয়া ৩৮ পিছ ইয়াবা ও দুইটি চুুরি উদ্ধার করা হয়। দক্ষিণ মুসলিমবাগ এলাকার যুবক তাদের কে আটক করেন, বলে জানা যায়, আটক-কৃতরা হলেন ১.সুমন দাশ পিতা, তপন দাশ সাং দক্ষিন ভাড়াউড়া এলাকা,শ্রীমঙ্গল।
২.রাজু দাশ পিতা সমিরন দাশ সাং দক্ষিন ভাড়াউড়া উভয়কে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে, সোপর্দ করে,দক্ষিণ মুসলিমবাগ আ/এ যুবকরা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।