হারুন আহমেদ ,গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর বাজার সংলগ্ন এলাকায় প্রতিষ্টিত ফয়সাল কনভেনশন হলের উদ্বোধন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনভেনশন হলটির শুভ উদ্বোধন করেন। সালুটিকর – গোয়াইনঘাট সড়কের লামাপাড়া (নয়াবাজার) এলাকায় ফয়সাল কনভেনশন হলের অবস্থান। শুভ উদ্বোধন উপলক্ষে কোরআনে খতম,মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সদস্য আমির মিয়া, বর্তমান সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, যুগ্ম সম্পাদক হারুন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, আসাদুল হক,বিএনপি নেতা মজর আলী, নিজাম উদ্দিন মেম্বার, দৌলতুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আপ্তাব আলী, লোকমান হাকিম শিকদার, বিশিষ্ট মুরব্বি আয়াত উল্লাহ,নাছির উদ্দিন, আলী হায়দার ও ফয়সাল কনভেনশন হলের স্বত্বাধিকারী কালা মিয়া, এনামুল হক।