সোহেল (ফেনী জেলা প্রতিনিধি): দাগনভূঞা উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীনের শপথ অনুষ্ঠন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ ৩০ নভেম্বর বিকেলে দাগনভূঞা একাডেমি মাঠে উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, বিশেষ অতিথি ছিলেন , উপজেলা শূরা সদস্য নির্বাচন কমিশনার ও ফেনী জেলা মজলিশে শূরা সদস্য প্রকৌশলী ফখর উদ্দিন , জেলা মজলিশে শূরা সদস্য আবদুল মালেক, সাবেক আমীর এ এস এম নুর নবী দুলাল, সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালায় বক্তব্য রাখেন দাগনভূঞা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান, সাবেক উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম দুলাল, হাবিবুর রহমান প্রমুখ। উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীনের শপথ শেষে, উপজেলা রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা শূরা সদস্য ১০ জন নির্বাচিত হন।