এডি পিনব (নিউজ ডেস্ক):- ৩০ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সিলেট হতে সুনামগঞ্জগামী একটি এল পি জি সিলিন্ডার ভর্তী ট্রাক গোবিন্দগঞ্জ পয়েন্টের প্রবেশদ্বারে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায় একটি সি এন জির উপর, সেসময় সি এনজিতে থাকা ২ জন বের হতে পারলেও একজন যুবক বের হতে না পেরে ঘটনাস্থলে মারা যান। নিহতের পরিচয় সিহাবউদ্দীন (২৭) তিনি গোবিন্দগঞ্জের মৃত নূর ইসলামের ছেলে।
ঘটনাপর ট্রাক চালক পালিয়ে যান। ঘটনাস্থলে যানজট সৃষ্টি হয় পরে ফায়ারসার্ভিস এসে যানজট নিয়ন্ত্রণে আনেন। সড়ক দূর্ঘটনার নিহতের বিষয়টি ছাতক থানার ওসি গোলাম নিশ্চিত করেছেন।