ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): মোহাম্মদ মুসফিকুর রহমান কে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) ও সচিব (বিকল্প কর্মকর্তা) প্রকৌশলী মো: আনোয়ার কবীর কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ কর্তৃক ২০/১১/২০২৪ ইং তারিখ মোহাম্মদ মুসফিকুর রহমান কে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ (শর্ট কোর্স) পদে পদায়ন করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পদায়ন করার পূর্বে তিনি নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর চিপ ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) পদে কর্মরত ছিলেন।
মোহাম্মদ মুসফিকুর রহমান ২৫/১১/২০২৪ ইং তারিখ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যোগদানপত্র দাখিল করেন। তাঁর যোগদানপত্র গ্রহণ করে তাঁকে কম্পিউটার সেলে প্রোগ্রামার পদে দায়িত্ব প্রদান করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।