মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি):
অদ্য ২৫ নভেম্বর ২০২৪ইং তারিখে শ্রীমঙ্গল থানার এএসআই,মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তর সুর সাকিনে অভিযান পরিচালনা করিয়া জিআর ১৯৪-২২(শ্রীঃ)এর ১-নিতাই মালাকার,পিতা ননী মালাকার সাঃ দক্ষিণ উত্তর সুর-শাহজীবাজার থানা শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হইয়াছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।