এডি পিনব(নিউজ ডেস্ক): প্রযোজনা প্রতিষ্ঠান এইচ পি মিউজিক স্টেশন থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী এইচ পি হৃদয় এর কন্ঠে “কইলজা পুইড়া গেছে” শিরোনামের নতুন একটি মৌলিক গান। গানটির কথা-সুর সাজিয়েছেন শিল্পী নিজেই,গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর রানা,মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছন “রাজীব খান ও ইলা।গানটির ভিডিও ডিরেক্টর হিসাবে ছিলেন এস এম আল-আমিন।
আমাদের নিজেস্ব সাংবাদিকের দেয়া বয়ানে শিল্পী আরো জানান শ্রোতাদের কথা মাথায় নিয়ে নতুন বছর কে সামনে রেখে বেশ কিছু গানের কাজ চলমান আছে এবং অনেক ধীরে সুস্থে গানগুলোর কাজ করা হয়েছে,যাতে করে সব বয়সের মানুষ গানগুলো শুনতে পারে।খুব তাড়াতাড়ি বাংলাদেশের কয়েকটি নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান ও তার নিজস্ব প্রতিষ্ঠান “এইচ মিউজিক স্টেশন” থেকে গান গুলো প্রকাশ পাবে ।
এ উদীয়মান শিল্পী গান গাওয়া,গান লেখা ও সুর এবং সঙ্গীতায়োজন করার পাশাপাশি স্টেজ শো নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন,গানকে ঘিরে তার অনেক সপ্ন ,সামনের দিকে এগিয়ে যাওয়া এবং সুরের মাঝেই সারাটা জীবন কাটিয়ে দিতে চান।